Views Bangladesh Logo

মেট্রোরেলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন

বাংলাদেশ এমন এক মৃত্যুফাঁদ যে, কখন কার কীভাবে মৃত্যু হবে কেউ জানে না। একজন পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ তার মাথায় আছড়ে পড়ল ভারী এক বস্তু, যার ফলে তাৎক্ষণিকভাবে মৃত্যু হলো তার। এমন এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেটে স্টেশনের কাছে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে। মেট্রো লাইনের বিয়ারিং প্যাড (ভারী বস্তু) খুলে পড়ে ঘটনাস্থলেই প্রাণহানি ঘটেছে আবুল কালাম নামে এক পথচারীর। ভারী বস্তুটির ওজন ছিল প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, এ ঘটনায় দুজন টং দোকানদারও আহত হয়েছেন। তাদের দোকানের সামনের অংশে বস্তুটি পড়েছিল। এই ভারী বস্তুটি দেখতে স্ল্যাবের মতো। এটি মেট্রো লাইনের বিয়ারিং প্যাড বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তুটি উপর থেকে পড়েছে। তবে কোথা থেকে পড়েছে তা কেউ দেখতে পাননি। ওই পথে মেট্রো লাইন ছাড়া উপর থেকে পড়ার মতো আর কোনো স্থাপনা ছিল না। একজন দোকানদার সংবাদমাধ্যমকে জানান, নিহত পথচারী হেঁটে যাচ্ছিলেন; এ সময় উপর থেকে ওই ভারী বস্তুটি পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনার কারণে দুপুর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ফলে সারাদিনই শহরজুড়ে ছিল প্রচণ্ড যানজট। বিকেলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল খুলে দেয়া হয়েছে; কিন্তু মেট্রোরেলের ওপর বেশি নির্ভর মূলত মতিঝিল থেকে মিরপুর অঞ্চলের যাত্রীরা। যারা এতদিন মেট্রোরেলে চলাচলে অভ্যস্ত হয়ে উঠেছিলেন তাদের জন্য এটা চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

কিন্তু একজন মানুষের অযাচিত মৃত্যু হাজারো মানুষের ভোগান্তির চেয়েও অনেক কষ্টকর। বিশেষ করে এমন অপ্রত্যাশিত মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। এত ভারী একটা বস্তু মেট্রোরেল থেকে খুলে পড়ে যাবে এটাও মেট্রোরেলের সামগ্রিক তৈরি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। তাহলে কি এরকম দুর্ঘটনা আরও ঘটতে পারে?

নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটি অপ্রত্যাশিত মৃত্যুর ক্ষতিপূরণ কোনোভাবেই দেয়া যায় না, সেখানে ৫ লাখ টাকা নিতান্তই তুচ্ছ। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। কেন বিয়ারিং প্যাড খুলে পড়ে গেল তার কারণটি জানা জরুরি। পাশাপাশি মেট্রোরেলে আর কোনো কারিগরি ত্রুটি আছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। নির্মাণ প্রতিষ্ঠানও এ ঘটনার দায় এড়াতে পারে না। আমরা চাই সরকার মেট্রোরেলের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ