জুলাই-শহীদদের সঠিক সরকারি তালিকা নিশ্চিত করুন
২০২৪ সালের জুলাই-গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা শুনে আসছিলাম জুলাই-শহীদদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রণয়নে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। ২০২৫ সালের জানুয়ারি মাসে ‘জুলাই-গণঅভ্যুত্থান ২০২৪’ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী গণঅভ্যুত্থানে শহীদদের সংখ্যা জানানো হয়েছিল ৮৩৪ জন; কিন্তু গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেল, শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদদের তালিকায় স্থান পেয়েছে।
বিগত দুই মাসের অনুসন্ধানে জানা যায়, সরকারি তালিকায় থাকা ৮৩৪ জনের মধ্যে অন্তত ৫২ জন রয়েছেন যারা আসলে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নন। তাদের মধ্যে আগুনে পুড়ে ৩৫, সড়ক দুর্ঘটনায় ৩, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১, অসুস্থ হয়ে ২, পূর্বশত্রুতার জেরে হত্যা, দ্বন্দ্ব ও সংঘর্ষে ৪ এবং অন্যান্য কারণে ২ জনের মৃত্যু হয়েছে। আর পাঁচজনের মধ্যে নিহত তিনজন পুলিশ সদস্য, একজন ছাত্রলীগ নেতা এবং একজন আন্দোলনকারীদের ওপর হামলাকারী, যাদের নাম শহীদদের তালিকায় উঠানোর সুযোগ নেই। কারণ, ‘জুলাই-গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এ শহীদদের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। বলা হয়েছে, শহীদ হিসেবে গণ্য হবেন তারা, যারা জুলাই-গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকারের নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ওই সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণে মৃত্যুবরণ করেছেন।
তারপরও এরকম একটি অনিয়ম কীভাবে ঘটল তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। এর জন্য সরকারকে স্পষ্ট জবাবদিহিও করতে হবে। ভুয়া শহীদদের নাম কেন তালিকাভুক্ত করা হলো? কারা করল এই তালিকা। আমরা তো আশা করেছিলাম জুলাই-গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারাই এ তালিকা প্রণয়নে থাকবেন। তাদের অনেকে রাজনীতিতে চলে যাওয়ার কারণে তাদের পক্ষে হয়তো এটা সম্ভব হয়নি; কিন্তু এই তথ্যপ্রযুক্তির যুগে এবং চোখের সামনে ঘটে যাওয়া এত বড় একটি ঘটনায় এত বড় অনিয়ম ঘটবে সেটা একেবারেই অপ্রত্যাশিত।
গত ৫৩ বছরে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তত করতে পারেনি বাংলাদেশের কোনো সরকার। অন্তর্বর্তী সরকারও সাম্প্রতিক একটি ঘটনায় নিজেদের ব্যর্থতার পরিচয় দিল। জাতি হিসেবে আমরা কি এতখানি অযোগ্য যে এখনো একটি গ্রহণযোগ্য তালিকা প্রস্তুত করতে যোগ্য নই? এটা শুধু লজ্জাজনক, দুঃখজনক নয়- এটা অপরাধ। সংবাদমাধ্যম যদি দুই মাসের অনুসন্ধানে সঠিক তথ্য বের করতে পারে তাহলে সরকার কেন পারল না? এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কেন এমন অবহেলার পরিচয় দেয়া হলো? সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে এবং অনতিবিলম্বে জুলাই-শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে