শিল্পকলায় মঞ্চস্থ অনসাম্বল থিয়েটারের ‘আই কান্ট ব্রিদ’
রাজধানীতে মঞ্চস্থ হলো ময়মনসিংহের নাট্যদল অনসাম্বল থিয়েটার এর প্রযোজনা ‘আই কান্ট ব্রিদ’। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয় নাটকটির সপ্তম প্রদর্শনী।
তমাল শেখর দে’র ছায়া কবিতা অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন জুয়েল কবির। এতে একক অভিনয় করেছেন আবুল মনসুর।
নাটকের সেট ও কস্টিউম করেছেন রিবন খন্দকার, সংগীত বিএম তানভীর আলম সজিব, আলো পলক ইসলাম, মেকআপ শুভাশিস দত্ত তন্ময়, আর শিল্প নির্দেশনায় ছিলেন ড. আইরিন পারভীন লোপা।
সমকালীন সমাজের বৈষম্য, দুর্নীতি ও নিপীড়িত মানুষের দমবন্ধ বাস্তবতা প্রতীকী ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে প্রযোজনাটিতে। যেখানে আলো, শব্দ ও একক অভিনয়ের মেলবন্ধনে মঞ্চে জীবন্ত হয়ে ওঠে প্রতিবাদের এক শক্তিশালী আবেগ।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আই কান্ট ব্রিদ’ শিগগিরই দেশের বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমিতে ধারাবাহিকভাবে মঞ্চস্থ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে