Views Bangladesh Logo

নোবেল শান্তি পুরস্কার চাইলে গাজা যুদ্ধ বন্ধ করুন: ট্রাম্পকে ম্যাক্রোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অনুরোধ জানিয়েছেন, তিনি যদি নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। ‘একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পেরই ইসরায়েলকে সংঘাত বন্ধে চাপ দেয়ার ক্ষমতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘যুদ্ধ বন্ধে একজনেই পদক্ষেপ নিতে পারেন এবং তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও আমরা যুদ্ধে অস্ত্র সরবরাহ করি না, মার্কিন যুক্তরাষ্ট্র তা করে’।

সকালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থনে পশ্চিমা মিত্রদের আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় অবিলম্বে শত্রুতা বন্ধ এবং দ্রুত শান্তি আলোচনা ফের শুরুর প্রয়োজনীয়তায়ও জোর দিয়েছিলেন তিনি।

রয়টার্স জানায়, ট্রাম্পের ওই ভাষণ সম্পর্কে ম্যাক্রোঁ বলেন, ‘আজ সকালে আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে জাতিসংঘের মঞ্চ থেকে ঘোষণা করতে শুনেছি, ‘আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি, আমি নোবেল শান্তি পুরস্কার চাই। কিন্তু এ ধরনের পুরস্কার কেবল তখনই সম্ভব, যদি সংঘাত বন্ধ করা হয়’।

মেয়াদকালে বেশ কয়েকটি শান্তিচুক্তি এবং যুদ্ধবিরতিতে তার মধ্যস্থতার উল্লেখ করে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানসহ কয়েকটি দেশ।

ট্রাম্পের বক্তব্যের সমর্থনে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ‘তিনি শান্তির জন্য জাতিসংঘে আসা যে কারও চেয়ে বেশি কাজ করেছেন। বৈশ্বিক স্থিতিশীলতায় তার অবদান প্রমাণ করে, কেবলমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই এতো কিছু অর্জনে সক্ষম হয়েছেন, কার্যকরভাবে আমেরিকাকেও শক্তিশালী করেছেন’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ