Views Bangladesh Logo

বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসন ধরে রেখেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত নভেম্বরের শীর্ষ ১০ ধনীর তালিকায় তিনিই রয়েছেন শীর্ষে।

ফোর্বস জানায়, ইলন মাস্কের সম্পদমূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ নভেম্বর টেসলার অতিরিক্ত এক লাখ কোটি মার্কিন ডলারের শেয়ার তাকে দেয়া হবে কি না, তা নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের প্রস্তাব পাস না হলে মাস্ক কোম্পানি ছাড়তে পারেন বলে জানিয়েছেন টেসলার চেয়ারম্যান রবিন ডেনহলম।

বর্তমানে টেসলা, স্পেসএক্স, এক্স (সাবেক টুইটার) ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআইয়ের সঙ্গে যুক্ত মাস্ক টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক।

ফোর্বসের হিসাবে, ১ নভেম্বর তার মোট সম্পদমূল্য ৪৯ হাজার ৭০০ কোটি ডলার, যা এক মাস আগের তুলনায় ৬০০ কোটি ডলার বেশি। অল্প কিছুদিন আগে তিনি বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৫০ হাজার কোটি ডলারের সম্পদ স্পর্শ করেছিলেন। বিশ্লেষকরা ধারণা করছেন, তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারও হতে পারেন।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদমূল্য ৩২ হাজার কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদ ২৫ হাজার ৪০০ কোটি ডলার।

চতুর্থ স্থানে রয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজ (২৩ হাজার ২০০ কোটি ডলার), পঞ্চম স্থানে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (২২ হাজার ৩০০ কোটি ডলার)। ষষ্ঠ স্থানে আছেন গুগলের অপর সহপ্রতিষ্ঠাতা সের্জেই ব্রিন (২১ হাজার ৫০০ কোটি ডলার)।

সপ্তম থেকে দশম স্থানে রয়েছেন এলভিএমএইচের সহপ্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট (১৮ হাজার ৩০০ কোটি ডলার), এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং (১৭ হাজার ৬০০ কোটি ডলার), মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার (১৫ হাজার ৬০০ কোটি ডলার) এবং ডেল টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা মাইকেল ডেল (১৫ হাজার ৫০০ কোটি ডলার)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ