জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে বুধবার এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে বিকাল ৪টায় সিইসির রেকর্ডকৃত ভাষণ ধারণ করেছে বিটিভি ও বাংলাদেশ বেতার। তফসিলকে কেন্দ্র করে নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইসি সচিব জানান, আজ ৩০০ আসনে ভোটের তফসিল ঘোষণা করা হবে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কবে অনুষ্ঠিত হবে, সে তারিখও সিইসির ভাষণের পর জানা যাবে। যদিও নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন ৮ বা ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হতে পারে।
এর আগে তফসিল ঘোষণার আগ মুহূর্তে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপারের রং, বিতরণ পদ্ধতি, মক ভোটিংয়ে ভোটার প্রতি সময় লাগা, গণনার পদ্ধতি এবং আউট অব কান্ট্রি ও ইন–কান্ট্রি পোস্টাল ভোটিং সম্পর্কে বিস্তারিত জানানোর পর রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা করার সিদ্ধান্তকেও তিনি যৌক্তিক বলে মন্তব্য করেন।
এদিকে, বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার বিষয়ে ইসি যে গেজেট জারি করেছিল, তা গতকাল অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের মতে, রায়টি তফসিলে বড় কোনো প্রভাব ফেলবে না।
রায়ের পর গাজীপুর ও বাগেরহাটের আসন নিয়ে জটিলতার সম্ভাবনা প্রসঙ্গে ইসি সচিব বলেন, আপাতত ৩০০ আসনের তফসিলই ঘোষণা হবে। পরে প্রয়োজন হলে আদালতের নির্দেশ অনুযায়ী সংশোধন করা যাবে।
তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ সময়, বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটের দিন নির্ধারণ করা হবে। গণভোটের ক্ষেত্রে শুধু ভোটের তারিখ উল্লেখ থাকবে।
ইসি সচিব আরও জানান, এবার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে প্রতিটি কক্ষে দুটি করে গোপন কক্ষ (স্টাম্পিং স্পেস) রাখা হবে, যা সামান্য বাজেট বাড়াতে পারে।
চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করেই এই তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে