Views Bangladesh Logo

নিবন্ধন সনদ পেল তারেকের আমজনতার দল

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমজনতার দলকে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য বরাদ্দ করা হয়েছে ‘প্রজাপতি’ প্রতীক।

নিবন্ধনসংক্রান্ত দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে আমজনতার দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দেওয়া হয়েছে বলে সোমবার জানান ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদ রোববার আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনের ফটকের সামনে অনশনে বসেছিলেন তারেক রহমান। প্রায় ১৩৪ ঘণ্টা অনশনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে ৯ নভেম্বর তিনি অনশন ভাঙেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার প্রায় ১০ দিন পর আমজনতার দলকে নিবন্ধন দেওয়া হলো।

নির্বাচন সামনে রেখে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন এবার চারটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে ‘কাঁচি’, আমজনতার দল পেয়েছে ‘প্রজাপতি’ এবং জনতার দল পেয়েছে ‘কলম’ প্রতীক।

এ নিয়ে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৫৭টিতে। তবে আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৬১টি দল নিবন্ধন পেয়েছে। পরবর্তী সময়ে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ