Views Bangladesh Logo

র‍্যাগিং ও মারধরের অভিযোগে গণবিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী সাময়িক বরখাস্ত

ঢাকার সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে গভীর রাতে মেসে ডেকে নিয়ে র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে একই বিভাগের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ২৭তম ব্যাচের অন্তু দেওয়ান, তরিকুল ইসলাম,২৮তম ব্যাচের মেহেদী হাসান ও আসিফ রহমান (লাবিব), ৩২তম ব্যাচের আসাদুর রহমান, আশরাফুল ইসলাম, নাঈম ও মেহেদী।

প্রক্টরিয়াল বডির সদস্যসচিব কনক চন্দ্র রায় জানান, ঘটনা জানার পর আইন বিভাগের শিক্ষকদের নিয়ে একটি এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিভাগীয় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, তিন কর্মদিবসের মধ্যে প্রক্টরিয়াল বডির তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়বে এবং পরে শৃঙ্খলা কমিটির মাধ্যমে সিন্ডিকেটে বিষয়টি উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের বিরুদ্ধে আইন বিভাগের শিক্ষার্থী শের আলীকে র‍্যাগিং ও নৃশংস নির্যাতনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। তদন্তের স্বার্থে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কারাদেশ চলাকালীন তারা বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

গত সোমবার দিবাগত রাতে সাভারের পাথালিয়া ইউনিয়নের নলাম এলাকার একটি মেসে ভুক্তভোগী শের আলীকে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে সাময়িক বহিষ্কৃত আট শিক্ষার্থীর বিরুদ্ধে। আহত শের আলী রংপুরের পীরগঞ্জের মাহমুদপুর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার একটি মেসে থাকেন।

এ ঘটনায় বুধবার সকালে সহপাঠীরা ঘটনাটির বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভে ভুক্তভোগী ছাত্র ও তার বাবাও যোগ দেন। দুপুরে গকসু প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে অভিযুক্ত অন্তু দেওয়ানের সমর্থক ২৫–৩০ জন শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা দাবি করেন।

পরে বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন শিক্ষার্থীদের জানিয়ে দেন যে অভিযুক্ত আটজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ