পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জির চুক্তি
দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ সম্প্রতি পরিচ্ছন্ন যানবাহন ও জ্বালানি খাতে উদ্ভাবনী প্রতিষ্ঠান টাইগার নিউ এনার্জি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে সারাদেশে পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ এবং পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে টেকসই জ্বালানি ব্যবস্থার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অংশীদারিত্ব দেশের টেলিযোগাযোগ অবকাঠামো খাতে প্রচলিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার দিকে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের সূচনা করবে। যা শুধু নিরবচ্ছিন্ন টেলিকম পরিষেবা নিশ্চিত করবে না, বরং কার্বন নিঃসরণ হ্রাস ও সবার জন্য সাশ্রয়ী, পরিবেশবান্ধব জ্বালানির ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে। একইসঙ্গে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও ভূমিকা রাখবে।
চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কিছু পরীক্ষামূলক উদ্ভাবনী পরিষেবা চালুর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, ব্যাটারি সোয়াপিং স্টেশন এবং চার্জিং স্টেশন সিস্টেম। এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং সাধারণ মানুষের জন্য পরিচ্ছন্ন জ্বালানির সুযোগ সম্প্রসারণ করা।
উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ‘ব্যাটারি-এজ-আ-সার্ভিস’ (বিএএএস) — সাবস্ক্রিপশনভিত্তিক ব্যাটারি ব্যাকআপ সিস্টেম, যা গ্রিডে বিদ্যুৎ না থাকলেও টেলিকম টাওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করবে। এতে নেটওয়ার্ক সংযোগ সর্বদা স্থিতিশীল থাকবে।
তাছাড়া ব্যাটারি সোয়াপিং স্টেশন (বিএসএস) স্থাপন করা হবে ইডটকোর টাওয়ার সাইটগুলোতে, যা বৈদ্যুতিক যানবাহন, বিশেষ করে দুই ও তিন চাকার যানবাহনের জন্য চার্জিং সময় কমিয়ে চলাচল সহজ করবে এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার আওতা বাড়াবে।
এছাড়া ব্যাটারি চার্জিং স্টেশন সিস্টেম (বিসিএসএস) স্থাপনের মাধ্যমে রিকশা ও ইজিবাইকের মতো পরিবহনযানের জন্য সহজে ব্যবহারযোগ্য চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে, যা পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার আরও সহজলভ্য করে তুলবে।
এ বিষয়ে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “এই অংশীদারিত্ব শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়; বরং একটি সবুজ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যতের পথে সাহসী পদক্ষেপ। পরিচ্ছন্ন জ্বালানিকে স্মার্ট অবকাঠামোর সঙ্গে একীভূত করে আমরা টেকসই বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করছি এবং মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখছি।”
টাইগার নিউ এনার্জির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিকোল মাও বলেন, “ইডটকোর সঙ্গে এই সহযোগিতার উদ্দেশ্য মানুষের ক্ষমতায়ন। আমাদের এই উদ্ভাবনী সমাধানগুলো পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির নতুন পথ উন্মুক্ত করছে, কার্বন নিঃসরণ কমাচ্ছে এবং সাধারণ মানুষকেও পরিবেশবান্ধব ভবিষ্যতের অংশীদার করছে। এটি প্রকৃত অর্থে যৌথ অগ্রগতির উদাহরণ।”
বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ নেওয়ায় ইডটকো’র টেকসই টেলিকম অবকাঠামোর নেতৃত্ব আরও সুদৃঢ় হলো। অবকাঠামোগত সেবায় পরিবেশগত দায়বদ্ধতার সঙ্গে সমন্বয় করে এই অংশীদারিত্ব দেশের জন্য একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সচেতন নেটওয়ার্ক সংযোগ যুগের সূচনা করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে