Views Bangladesh Logo

ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেন মহিলা কলেজকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং কোনো বিভাগ বিলুপ্তি না করাসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলেজের ২ নম্বর গেটের আজিমপুর-নীলক্ষেত সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো—
১. ইডেনকে শুধু নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।
৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘণ্টা রাখতে হবে।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, ইন্টারমিডিয়েট চালু না করা।
৫. ইডেন কলেজ মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধু একটি ফ্যাকাল্টিতে রূপান্তর করা যাবে না।

আন্দোলনরত শিক্ষার্থীরা ওই সড়ক থেকে অল্প সময়ের জন্য সরে গেলেও, ফের তারা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। তাদের অবস্থানের কারণে ঢাকার ব্যস্ত ওই সড়কে যানজট তৈরি হয়, এতে ভোগান্তিতে পড়েছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারীরা।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ