দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে
দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার সিদ্ধান্ত বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
শনিবার (১৭ জানুয়ারি) এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালট এখনো ছাপানো হয়নি। ফলে সেখানে প্রয়োজনীয় পরিবর্তনের সুযোগ রয়েছে।
ইসি মাছউদ বলেন, বিশেষ করে আসনভিত্তিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর পরিকল্পনা রয়েছে, যাতে ভোটারদের জন্য ভোট দেওয়া সহজ হয়।
তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায় সেখানে কোনো পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। এ কারণে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট আগের মতোই অপরিবর্তিত থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রতিনিধি দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যেন সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয় এবং সেখানে কেবল সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক রাখা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের অভ্যন্তরে বিপুলসংখ্যক ভোটার পোস্টাল ব্যালট ব্যবহার করবেন। সব মার্কা একসঙ্গে রেখে ভোটের প্রক্রিয়াকে জটিল না করে ভোটাররা যেন সহজে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারবান্ধব ও কার্যকর পদ্ধতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে