আসিয়ানের ১১তম সদস্য হলো পূর্ব তিমুর
দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুর অবশেষে আসিয়ান এর পূর্ণ সদস্যপদ অর্জন করেছে। এর মাধ্যমে ২৬ বছর পর নতুন সদস্য পেল আঞ্চলিক এই জোট, ফলে আসিয়ানের ১১তম সদস্য হলো পূর্ব তিমুর।
রবিবার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পূর্ব তিমুরের সদস্যপদ অনুমোদন করা হয়। এদিন জোটভুক্ত দেশগুলোর নেতারা সদস্যপদ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো শীর্ষ সম্মেলনের আয়োজক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। তিন দিনব্যাপী এই সম্মেলন আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) পর্যন্ত চলবে।
পূর্ব তিমুর ২০১১ সালে আসিয়ানের সদস্যপদের জন্য আবেদন করে এবং ২০২২ সালে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পায়। অবশেষে ২০২৫ সালে দেশটি পূর্ণ সদস্য হিসেবে যোগ দিল।
১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে প্রতিষ্ঠিত আসিয়ানের বর্তমান সদস্য দেশগুলো হলো— ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য— “অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব” (Inclusion and Sustainability)। এতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন কৌশলগত অংশীদার দেশের নেতারা।
এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্মেলনে অংশ নিচ্ছেন। তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে।
প্রায় ১৩ লাখ জনসংখ্যার দেশ পূর্ব তিমুর ২০০২ সালে স্বাধীনতা লাভ করে। ১৯৯৯ সালে কম্বোডিয়ার পর এশিয়ান জোটে যোগ দেওয়া এটি প্রথম নতুন সদস্য রাষ্ট্র।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে