Views Bangladesh Logo

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের সমাবেশের ভিডিও পোস্ট আবিদের, পরে সংশোধন

শোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি সমাবেশের ভিডিও বিএনপির জনসমর্থন বোঝাতে ফেসবুকে শেয়ার করে পরে তা সংশোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন আবিদুল ইসলাম। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল— ‘তারেক বসন্ত’। তবে ভিডিওর বিভিন্ন স্ক্রিনশটে দেখা যায়, সেখানে যশোরে অনুষ্ঠিত জামায়াত আমিরের সমাবেশের একাধিক দৃশ্য ব্যবহার করা হয়েছে।

পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর, রাত সোয়া ৯টার দিকে তিনি ওই পোস্টে সংশোধন আনেন। পরে পোস্টের মন্তব্যে বিষয়টি ব্যাখ্যা করে আবিদুল ইসলাম খান লেখেন, 'পূর্বের ভিডিওটি ৭১ টিভি থেকে সংরক্ষণ করা হয়েছিল। পরবর্তীতে কারেকশন করা হয়েছে। দায়িত্বশীল মিডিয়া হিসেবে এই ধরনের প্রচার দুঃখজনক।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ