উত্তরায় বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাই করল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ ও সংস্কার প্রকল্পের সময় শিক্ষার্থীদের জন্য বিকল্প আবাসন নিশ্চিত করতে রাজধানীর উত্তরা এলাকায় সম্ভাব্যতা যাচাই করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের অস্থায়ী স্থানান্তরের জন্য নিরাপদ ও উপযুক্ত আবাসন ব্যবস্থা চিহ্নিত করার অংশ হিসেবে মঙ্গলবার (২৫ নভেম্বর) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করে।
বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধিদলটি সরেজমিনে সুযোগ–সুবিধা, নিরাপত্তা, যাতায়াত এবং অবকাঠামোগত বাস্তবতা পর্যবেক্ষণ করে উত্তরা এলাকায় সম্ভাব্য আবাসন ব্যবস্থার সামগ্রিক ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করেছে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব ড. খ ম কবিরুল ইসলাম, হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আকরাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে