Views Bangladesh Logo

বিনিয়োগকারীদের বড় মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা, চক্র শনাক্ত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুর রহমান বলেছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে পুঁজিবাজারে বিনিয়োগে বড় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে বিভিন্ন চক্র। এরই মধ্যে নারায়ণগঞ্জকেন্দ্রিক এ ধরনের একটি চক্র শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে ডিএসই আয়োজিত “প্রতারক চক্রের আর্থিক প্রতারণা রোধে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা” শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তা (সিআরও) শফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।

আসাদুর রহমান বলেন, “হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্রকে গোয়েন্দা সংস্থার নজরদারিতে আনা হয়েছে। তবে বিনিয়োগকারীদেরও সচেতন থাকতে হবে, কারণ অসতর্ক হলেই এ ধরনের প্রতারণার শিকার হতে হয়।”

তিনি বলেন, “ডিএসই বা নিয়ন্ত্রক সংস্থা সরাসরি কোনো বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে না। বিনিয়োগের একমাত্র বৈধ পথ হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুমোদিত স্টক ব্রোকার। এর বাইরে অন্য কোনো মাধ্যমে বিনিয়োগ করলে তা প্রতারণার ঝুঁকি তৈরি করে।”

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি জানান, প্রতারকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে লোভনীয় বার্তা পাঠায়। প্রথমে সামান্য মুনাফা দেখিয়ে আস্থা অর্জন করে, পরে আরও কিছু মুনাফা দেখিয়ে বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে। একসময় জানানো হয়—অ্যাপে সমস্যা হয়েছে, আরও অর্থ দিতে হবে। অতিরিক্ত অর্থ নেয়ার পর ভুক্তভোগীকে ব্লক করে দেয় প্রতারক চক্র।

সাংবাদিকদের এক প্রশ্নে আসাদুর রহমান বলেন, “কখনো যদি ডিএসইর কোনো কর্মকর্তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে তাহলে তা প্রতিরোধে আমরা সচেতন এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি।”

ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হতে হবে। কেবল অনুমোদিত স্টক ব্রোকারের মাধ্যমেই লেনদেন করতে হবে। ডিএসই ও বিএসইসির ওয়েবসাইটে অনুমোদিত ব্রোকারদের তালিকা রয়েছে। অচেনা ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভনমূলক প্রস্তাবে সাড়া না দেয়ার আহ্বান জানানো হয়।

ডিএসই কর্মকর্তাদের মতে, এসব প্রতারণা শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থাকেও নষ্ট করে। তাই গোয়েন্দা সংস্থা ও আইনপ্রয়োগকারী বাহিনীর পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ