সুদানে ড্রোন হামলায় ৭৫ জন নিহত
সুদানের পশ্চিমাঞ্চলীয় এল-ফাসের শহরের একটি মসজিদে ড্রোন হামলা চালিয়েছে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। এতে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ বার্তাসংস্থা ফ্রান্স২৪-কে জানায়, রাজধানী দারফুরের উত্তরাঞ্চলে অবস্থিত আবু সোউক ক্যাম্পের একটি মসজিদে হামলাটি চালানো হয়। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিষয়ে আরএসএফ এখনো কোনো মন্তব্য করেনি। তবে ধারণা করা হচ্ছে, দারফুরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।
এল-ফাসের শহরটি গত ১৮ মাস ধরে আরএসএফের অবরোধে রয়েছে। এটি দারফুরের শেষ অঞ্চল, যা এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরবর্তীতে ভয়াবহ গৃহযুদ্ধে পরিণত হয়েছে। শহরটির পতন ঘটলে পুরো দারফুর অঞ্চল আরএসএফের নিয়ন্ত্রণে চলে যাবে।
জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, চলমান সংঘাতে গণহত্যাসহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব সম্প্রতি প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, আরএসএফ যোদ্ধারা এলাকা ঘিরে অগ্রসর হচ্ছে। এর মধ্যে আবু সোউক ক্যাম্প ও ইউনিমিড শান্তিরক্ষীদের পুরনো ঘাঁটি অন্তর্ভুক্ত, যা বর্তমানে আরএসএফ বিরোধী যৌথ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
সুদানের এ গৃহযুদ্ধে প্রতিদিনই অসংখ্য বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন। ক্রমাগত সংঘাতের কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন এবং তীব্র খাদ্য সংকটে ভুগছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে