Views Bangladesh Logo

থাইরয়েড সোসাইটির সভাপতি ডা. ফজলুল বারী সম্পাদক ডা. নাসরিন নির্বাচিত

বাংলাদেশ থাইরয়েড সোসাইটি (বিটিএস) এর ৭ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ ও ২০২৬-২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিনমাসের পরিচালক ও থাইরয়েড বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত বিটিএস-এর বার্ষিক সাধারণ সভায় ২০২৫-২৬ ও ২০২৬-২৭-এর নবনির্বচিত কার্যকরী কমিটিতে সহ-সভাপতি অধ্যাপক ডা. জিনাত জাবিন, অধ্যাপক ডা. মোঃ আব্দুস সাত্তার, ডা. শাহজাদা সেলিম, লে. ক. ডা. মুহাম্মদ আলী আজাদ, যুগ্ম সাধারন সম্পাদক ডা. এম. সাইফুদ্দিন, ডা. জেসমিন ফেরদৌস, কোষাধ্যক্ষ ডা. রাহিমা পারভিন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. মোঃ আবু বকর সিদ্দীক, বৈজ্ঞানিক সম্পাদক ডা. তাপতি মন্ডল, প্রকাশনা সম্পাদক ডা. পাপরি মুৎসুদ্দী নির্বাচিত হয়েছেন।

এবারের বৈজ্ঞানিক সম্মেলনের থিম ছিল 'Approach to Thyroiditis'. উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ করীম এবং বিশেষ অতিথি ছিলেন বারডেম (একাডেমি) এর পরিচালক, হরমোন ও ডায়বেটিস রোগের দিকপাল চিকিৎসক অধ্যাপক ডাঃ ফারুক পাঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৭ম জাতীয় সম্মেলন এর অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডাঃ এ কে এম ফজলুল বারী। স্বাগত বক্তব্যে অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী তার বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশে প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন যার প্রায় ৬০ শতাংশ চিকিৎসা সেবার আওতার বাহিরে। তিনি আরো বলেন এর প্রায় ৯০ শতাংশ থাইরয়েড গ্রন্থির প্রদাহ জনিত রোগে ভুগছেন।’

বাংলাদেশ থাইরয়েড সোসাইটির মহাসচিব অধ্যাপক ডাঃ ফরিদুল আলম তার বক্তব্যে বাংলাদেশে থাইরয়রড রোগের চিকিৎসা ও জনসচেতনতা বৃদ্ধিতে সোসাইটির বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন। বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ ফারুক পাঠান ৭ম জাতীয় সম্মেলনের সফলতা কামনা ও থাইরয়েড রোগের বিস্তার রোধে বিটিএস এর কর্মকান্ডের প্রশংসা করেন। প্রধাণ অতিথি অধ্যাপক ডাঃ এম এ করীম বাংলাদেশ থাইরয়েড সোসাইটি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন ও জন্মলগ্ন থেকে এই সোসাইটি যে জনকল্যানমূলক কাজ করছে সে কথা বলেন। অনুষ্ঠানের সভাপতি ও বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ ফওজিয়া মোসলেম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও সম্মেলনের সাফল্য কামনা করেন এবং থাইরয়েড রোগের আধুনিক চিকিৎসার উপরও গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে বিভিন্ন চিকিৎসক ও বিজ্ঞানীবৃন্দ থাইরয়েড রোগের উপর বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এবং তাদের ভেতর ৬ জন, তাদের থাইরয়েড রোগের উপর গবেষনার জন্য পুরুস্কৃত হয়, ওরাল প্রেজেন্টেশন - ১. ডা. জেসমিন ফেরদৌস ২. ডা. পাপিয়া আক্তার ৩. ডা. আফরোজা নাজনীন, পোস্টার প্রেজেন্টেশন – ১. ডা. তাপতি মন্ডল, ২. ডা. তানিয়া সুলতানা, ৩. ডা. নাবিল ফাহমি আলী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ