Views Bangladesh Logo

ডা. আরিফুর রহমান প্রিমিয়ার ব্যাংকের নতুন চেয়ারম্যান

Press Release

প্রেস রিলিজ

প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার ডাঃ আরিফুর রহমানকে সর্বসম্মতিক্রমে ব্যাংকের নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্যাংকের ৩১৪তম বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রখ্যাত চিকিৎসক ও উদ্যোক্তা ডাঃ রহমানের রয়েছে জনস্বাস্থ্য, সামরিক চিকিৎসা সেবা, ব্যাংকিং ও ব্যবসায়িক নেতৃত্বে চার দশকেরও বেশি অভিজ্ঞতা। ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি সৌদি আরবে দীর্ঘ ও সাফল্যমণ্ডিত ক্যারিয়ার গড়ে তোলেন এবং সেখানকার একজন বিশ্বস্ত চিকিৎসক ও উপদেষ্টা হিসেবে খ্যাতি অর্জন করেন।

বাংলাদেশি মানবসম্পদ বিদেশে রপ্তানির ক্ষেত্রে ডাঃ রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং লক্ষ লক্ষ কর্মীর কর্মসংস্থান নিশ্চিত করেন। এ বিষয়ে তার অবদান ২০০৪ সালের ইউএনডিপি প্রতিবেদনে উল্লেখিত হয়েছে। এছাড়া তিনি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন, যার মধ্যে রয়েছে সৌদি সরকারের ২৩ কোটি সৌদি রিয়াল অনুদানে বরিশালে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং কোভিড এর সময় দীর্ঘ আট মাস সুইডেনে অবস্থান করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ইমিউনোলজির প্রফেসর ওলা উইনকুইস্টের আবিস্কার ন্যাজাল কোভিড ভ্যাক্সিন বাংলাদেশ সরকারের অধীনে প্রথমবারের মতো ট্রায়ালের ব্যবস্থা করেন।

চিকিৎসাক্ষেত্র ছাড়াও তিনি ব্যাংকিং, শিল্প ও সমাজসেবায় বহু উদ্যোগের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে রয়েছে শমরিতা হাসপাতাল, দ্য শুজ বিডি লিমিটেড, ডেনিম পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলওয়েজ অন নেটওয়ার্ক বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব গ্লোবাল স্টাডিজ (IIGS), সোসাইটি ফর পিপলস অ্যাডভান্সমেন্ট (SPA)-এর চেয়ারম্যান এবং ডিপ্লোম্যাটিক ম্যাগাজিন দ্য অ্যাম্বাসেডর-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি প্রিমিয়ার ব্যাংককে তাঁর ভাষায় “থ্রি সি” ব্যাংক রূপে দেখাতে চান। কনজিউমার, কর্পোরেট এবং কনজারভেটিভ ব্যাংক হিসাবে নতুন আঙ্গিকে ব্যাংকটিকে দাঁড়া করানোর চিন্তা করছেন তিনি।

নতুন বোর্ড কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পরিচালকরা হলেন:
ডাঃ আরিফুর রহমান – চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক বোর্ড অব ডিরেক্টরস
সৈয়দ ফরিদুল ইসলাম – নির্বাহী কমিটির চেয়ারম্যান (সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক)
মো. ফোরকান হোসেন – অডিট কমিটির চেয়ারম্যান (সাবেক নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক)
মো. সাজ্জাদ হোসেন – ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান (সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংক এশিয়া)
প্রফেসর শেখ মোর্শেদ জাহান – স্বতন্ত্র পরিচালক (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
এম. নুরুল আলম, এফসিএস, চার্টার্ড সেক্রেটারি – স্বতন্ত্র পরিচালক

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ