Views Bangladesh Logo

দিল্লিতে সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধস, নিহত ৫

দিল্লির নিজামউদ্দিন এলাকায় অবস্থিত মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা, সম্রাট হুমায়ুনের সমাধিসৌধের গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ৫ জন নিহতের খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

দিল্লি ফায়ার সার্ভিস জানায়, ধ্বংসস্তূপের নিচে অন্তত আটজন চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর উদ্ধারকারী দল পাঁচটি মরদেহ উদ্ধার করে।


ছুটির দিন হওয়ায় দুর্ঘটনার সময় সমাধিক্ষেত্রের ভেতরে দেশি-বিদেশি পর্যটকের ভিড় ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছোট, সবুজ রঙের ভবনটির একপাশের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তখন ভবনের ভেতরে ১৫-২০ জন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দারগাহর ইমামও ছিলেন বলে জানিয়েছেন তারা।

দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ধসে পড়া অংশটি ২৫ থেকে ৩০ বছরের পুরোনো। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

মৌসুমি বৃষ্টির ফলে সমাধিক্ষেত্রের গম্বুজের কাঠামো দুর্বল হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া, রক্ষণাবেক্ষণ ঠিকমতো না হওয়া কিংবা কাঠামোগত কোনও ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।


১৬ শতকের মধ্যভাগে নির্মিত এই সমাধি মোগল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। ইউনেস্কোর ‘হেরিটেজ স্থাপত্যে’র তালিকায় রয়েছে দ্বিতীয় মোগল সম্রাট হুমায়ুনের এ সমাধিক্ষেত্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ