Views Bangladesh Logo

ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমার হাতেও কাজ তুলে দেব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজ থেকে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি সংশ্লিষ্টদের সম্মানের জীবনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, 'ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো, যাতে তোমরা সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারো।'

শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ীতে এস এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে—মধ্যস্বত্বভোগী ও ঘাটে ঘাটে চাঁদাবাজি। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা হবে।

দেশে আধিপত্যবাদী প্রভাব চান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে কেউ বাংলাদেশের ওপর খবরদারি করুক বা দেশ কারও খবরদারিতে থাকুক—এমন ব্যবস্থা আর দেখতে চায় না জনগণ। তিনি বলেন, গত ৫৪ বছরের রাজনৈতিক শাসনব্যবস্থা দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছে, যার আমূল পরিবর্তন জরুরি।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণভোট সফল হলে সাধারণ নির্বাচনও সফল হবে। জুলাই শহীদদের প্রতি সম্মান জানাতেও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উত্তরবঙ্গের নদীগুলোর দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, নদীগুলো পুনর্জীবিত হলে উত্তরবঙ্গের জীবন-জীবিকাও ফিরবে। সরকার গঠন করতে পারলে তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি সব নদী পুনরুদ্ধারে একটি সমন্বিত মহাপরিকল্পনা নেওয়া হবে এবং উত্তরবঙ্গকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হবে।

সমাবেশ শেষে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জামায়াত আমির।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ