Views Bangladesh Logo

তফসিলের পর বেআইনি জনসমাবেশে ব্যবস্থা নেবে ডিএমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি বা অনুমতি–বহির্ভূত জনসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজধানীর নাগরিকদের সহযোগিতাও কামনা করেছে ডিএমপি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ