Views Bangladesh Logo

গৃহকর্মী নিয়োগে সতর্ক থাকার আহ্বান ডিএমপির

রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গৃহকর্মী নিয়োগে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সম্প্রতি মোহাম্মদপুরে কথিত গৃহকর্মীর হাতে মা–মেয়ে হত্যাকাণ্ডের ঘটনার পর এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ ডিসেম্বর মোহাম্মদপুরে গৃহকর্মীকে কেন্দ্র করে ঘটে যাওয়া জোড়া হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রতিরোধে বসতবাড়ির মালিকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। মূল্যবান জিনিস চুরি করে পালিয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গৃহকর্মীকে নিয়োগ দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক ছবি এবং পরিচয় নিশ্চিতের জন্য অন্তত দুইজন ব্যক্তির তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে। এতে অপরাধ প্রতিরোধ সহজ হবে।

এ ছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ