ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দিনাজপুর শহরকে সিটি করপোরেশন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুর গোর-এ শহীদ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
জামায়াতের আমির বলেন, আমরা সরকার গঠন করলে দেশের প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
দিনাজপুরে মেডিকেল কলেজ থাকলেও ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মেডিকেল কলেজ হলে দক্ষ চিকিৎসক তৈরি হবে এবং চিকিৎসাসেবা আরও বিস্তৃত হবে।
তিনি বলেন, ৬৫ বছর বয়স পর্যন্ত যে মানুষগুলো শুধু দিয়েই গেছেন, তাদের পড়ন্ত বেলায় তাদের দায়িত্ব নিতে হবে সরকারকে। তাদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে।
জামায়াত আমির বলেন, আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত হবে না। যে দেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গ হবে কৃষি শিল্পের রাজধানী। সেই শিল্প গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে আম, লিচুর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। ফসল এবং সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে