Views Bangladesh Logo

হাই কোর্ট মাজারের ওরশে পুলিশের বাধার অভিযোগ

রাজধানীর হাই কোর্টসংলগ্ন শাহ খাজা শরফুদ্দিন চিশতীর মাজারে বার্ষিক ওরশের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন ভক্তরা। তবে পুলিশ বলছে, দিনের কর্মসূচি শেষ হওয়ার পর নিরাপত্তার কারণে মাজার এলাকায় প্রবেশ সীমিত করা হয়েছে।

ভক্তদের ভাষ্য, শুক্রবার থেকে তিন দিনব্যাপী ওরশ শুরু হওয়ার কথা ছিল। সে উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যার পর ভক্ত, পাগল ও অনুসারীরা মাজার প্রাঙ্গণে জড়ো হন। কিন্তু সন্ধ্যার দিকে পুলিশ তাদের মাজারের মূল অংশ থেকে বের করে দেয়। এমনকি কেউ কেউ রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে চলে যেতে চাইলেও তা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

মহাথেরো মোহাম্মদ নামে এক ভক্ত সন্ধ্যার পর মাজার প্রাঙ্গণ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিও প্রচার করেন। সেখানে কয়েকজন ভক্তকে মাজারে ঢুকতে না দেওয়ার অভিযোগ করতে দেখা যায়। অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘ওখানে বাৎসরিক একটি কর্মসূচি ছিল। দুপুরে তবারক বিতরণ করা হয়েছে। সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও কিছু লোক সেখানে অবস্থান করছিল।’

তিনি আরও বলেন, ‘এই এলাকায় ভক্তদের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে গাঁজাসেবী ও ভাসমান মানুষও জড়ো হন। সুপ্রিম কোর্ট একটি সংবেদনশীল এলাকা। বিচারপতিদের সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যার পর অনাকাঙ্ক্ষিত কাউকে সেখানে প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ রয়েছে। আমরা সেই নির্দেশনা অনুসরণ করছি।’

রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘কোনো সমস্যা ছাড়াই ওরশ শেষ হয়েছে। এরপরও কিছু পাগল ও ভিক্ষুক সেখানে অবস্থান করছিল।’ খাবার না পাওয়ার অভিযোগে কিছু লোক চিৎকার করছিল বলেও তিনি জানান।

জনশ্রুতি অনুযায়ী, শাহ খাজা শরফুদ্দিন চিশতী মোগল সম্রাট আকবরের আমলে ইসলাম প্রচারের জন্য ঢাকায় আসেন। যদিও তার জীবন সম্পর্কে বিস্তারিত ঐতিহাসিক তথ্য খুব বেশি পাওয়া যায় না।

এই মাজার প্রাঙ্গণে এখনও মোগল আমলের একটি চৌচালা স্থাপত্য নিদর্শন রয়েছে। আরও প্রচলিত আছে, ১৬১৩ সালে মোগল সুবেদার ইসলাম খাঁ ভাওয়ালে মৃত্যুবরণ করলে প্রথমে তাকে এই এলাকায় সমাহিত করা হয়েছিল। পরে তার দেহাবশেষ ফতেহপুর সিক্রিতে নিয়ে গিয়ে শেখ সেলিম চিশতির পাশে পুনরায় দাফন করা হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ