Views Bangladesh Logo

এবার বিক্ষোভে উত্তাল পূর্ব তিমুর

শিয়ার দেশ পূর্ব তিমুরে (তিমুর-লেস্তে) আইনপ্রণেতাদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিলি। তীব্র আন্দোলনের মুখে শেষ পর্যন্ত এমপিদের বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল করেছে সরকার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। কয়েক ঘণ্টা পরেই সরকার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেয়।

তবে সিদ্ধান্ত বাতিলের পরও আন্দোলন থামেনি। বুধবারও রাজধানীর রাস্তায় কয়েক হাজার মানুষ নেমে বিক্ষোভ করেছে। প্রাথমিকভাবে শুধু গাড়ি কেনার বিরোধিতা করলেও আন্দোলনকারীরা পরে সাবেক এমপিদের আজীবন পেনশন বাতিলসহ আরও নানা দাবি তুলেছেন।

একজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের সামনে কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, “জনগণ কষ্টে আছে অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কেনায় ব্যস্ত।”

আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের এমপিদের বার্ষিক বেতন ৩৬ হাজার মার্কিন ডলার—যা দেশটির গড় আয়ের ১২ গুণ বেশি। দেশটির জনগণ দীর্ঘদিন ধরে এমপিদের জন্য সরকারি গাড়ি কেনার পরিকল্পনার বিরোধিতা করে আসছেন। ২০০৮ সালে একই দাবিতে বিক্ষোভ করলে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সিজারিও সিজার বলেন, “মানুষ শিক্ষা, পানি, স্যানিটেশনসহ নিত্যপ্রয়োজনীয় সেবায় বঞ্চিত। অথচ এমপিরা নিজেদের স্বার্থে আইন করছে। তাদের কাছে ইতোমধ্যে সরকারি গাড়ি আছে, সেগুলোও ভালো অবস্থায় রয়েছে। তবুও নতুন টয়োটা প্রাডো দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।”

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব তিমুরের জনসংখ্যার ৭০ শতাংশের বেশি ৩৫ বছরের নিচে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ হলেও এটিকে তুলনামূলকভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ধরা হয়।

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালে তরুণদের নেতৃত্বে ‘জেন জি আন্দোলন’-এর চাপেই ক্ষমতাচ্যুত হয় অলির সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ