Views Bangladesh Logo

দিল্লির দূষিত বাতাসে কালো হয়ে যাচ্ছে লাল কেল্লা: গবেষণা

দিল্লির তীব্র বায়ু দূষণে ঐতিহাসিক লাল কেল্লার দৃশ্যমান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দূষিত পদার্থের কারণে ১৭ শ শতকের এই স্মৃতিস্তম্ভের বেলেপাথরের দেয়ালে কালো আস্তরণ পড়ছে।

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারত ও ইতালির গবেষকদের দ্বারা পরিচালিত এই গবেষণাটি 'হেরিটেজ' জার্নালে প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, দূষণকারী আস্তরণগুলো কেল্লার পৃষ্ঠে ০.৫ মিলিমিটার পর্যন্ত পুরু হয়ে জমছে। বাতাসে থাকা দূষণকারী পদার্থ এবং বেলেপাথরের মধ্যে রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে কেল্লার তোরণ, খিলান, জানালায়এবং সূক্ষ্ম নকশা ও খোদাই করা কাজ নষ্ট হচ্ছে।

মুঘল সম্রাট শাহজাহান নির্মিত লালকেল্লা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা এবং ভারতের ইতিহাসের প্রতীক। প্রতি বছর লাখো পর্যটক এই স্মৃতিস্তম্ভ দেখতে আসেন। কিন্তু সংরক্ষণবিদরা সতর্ক করে বলেছেন, দিল্লির ক্রমবর্ধমান দূষণ লালকেল্লার টিকে থাকাকে গুরুতর হুমকির মুখে ফেলছে।

দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর, বিশেষ করে শীতকালে শহরটিতে ধোঁয়াশার মাত্রা বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম ধূলিকণা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলোর অপরিবর্তনীয় ক্ষতি করছে।

এর আগেও দূষণের কারণে ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলো বিপন্ন হয়েছে। ২০১৮ সালে তাজমহলের বিবর্ণ হয়ে যাওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করে এবং তাৎক্ষণিক তা সংরক্ষণের জন্য উদ্যোগ নিতে আহ্বান জানায়।

বর্তমানে কর্তৃপক্ষ ও সংরক্ষণবাদীরা লাল কেল্লাকে আরও ক্ষতি থেকে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ