Views Bangladesh Logo

সরকারি বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলা, গ্রেপ্তার ১

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তকে তার সরকারি বাসভবনে সজোরে চড় মারা ও শারীরিকভাবে নিগ্রহ করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। আজ বুধবার (২০ আগস্ট) সকালে দিল্লির সিভিল লাইন্স এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, সকাল সেশনে মুখ্যমন্ত্রীর বাসভবনে চলছিল ‘জন সুনওয়াই’ বা জনতার অভিযোগ শোনার আয়োজন। এক ব্যক্তি ৩০-৩৫ বছরের বয়সে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কাগজ দেয়ার পর সজোরে চপেটাঘাত করে এবং চুল ধরে টান দেয়। এই সময় সে চিৎকার করতে থাকে এবং মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করে।

হামলাকারীর কাছ থেকে কিছু কাগজ উদ্ধার করা হয়েছে, যা আদালত সংক্রান্ত বলে সূত্র জানিয়েছে। তবে সেগুলোর সঠিক বিষয়বস্তু এখনও প্রকাশ হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আইএনএস জানায়, হামলাকারী মুখ্যমন্ত্রীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতও করেছে। বিজেপি দলও এই ঘটনায় নিন্দা জানিয়েছে। দিল্লি শাখার প্রেসিডেন্ট বীরেন্দ্র সাচদেব বলেন, 'এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।'

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বর্তমানে তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ