Views Bangladesh Logo

দিল্লিতে গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বিস্ফোরণের পরপরই লালকেল্লা মেট্রোস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তিন দিনের (১১-১৩ নভেম্বর) জন্য দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ ঘটনায় এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত করেনি ভারত সরকার। তবে দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর পরই একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় সাতটি অগ্নিনির্বাপণ ইউনিট।

পুলিশ এলাকা ঘিরে রেখেছে। ফরেনসিক টিম, দিল্লি পুলিশ, এআইএ সদস্য এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহে কাজ করছে। এ ঘটনায় বেআইনি কর্মকাণ্ড (প্রতিরোধ) আইন—ইউএপিএ’র আওতায় মামলা দায়ের হয়েছে।

বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে দিল্লিসহ কর্ণাটক, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ