Views Bangladesh Logo

বাড্ডায় ফ্ল্যাট থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার উত্তর বাড্ডার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন— তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, উত্তর বাড্ডার পূর্বাঞ্চল এলাকার রোড নম্বর ৩, লেন নম্বর ২-এর একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ভবনের কেয়ারটেকার সাইফুল ইসলাম (৩০) এবং তার স্ত্রী শাকিলা, যিনি একই ভবনে রাঁধুনির কাজ করতেন।

মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি হাবিবুর রহমান বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাটি ২৫ অক্টোবরের পর কোনো এক সময়ে ঘটেছে।'

তিনি আরও জানান, দুপুরে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে পচাগলা মরদেহ দুটি উদ্ধার করে ঢামেকে পাঠায়। ঘটনাটি নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ