পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে নিহত ২৪ জন, ইরানে ২২৪
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে চারদিনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। অন্যদিকে ইসরায়েলের বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহতের সর্বশেষ সংখ্যা ২২৪ জন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলায় আহত প্রায় ৩০০ জন ইসরায়েলি হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ইরানে আহত এক হাজার ২৭৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।
আল জাজিরা জানায়, সোমবার (১৬ জুন) ভোর থেকে টানা চতুর্থ দিনের মতো ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনীও (আইডিএফ)।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট জানিয়েছে, কেন্দ্রীয় ও মধ্য ইসরায়েলে বিস্ফোরণ ঘটানো ছাড়াও পেতাহ তিকভা শহরের একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তেলআবিবের দুটি স্থাপনাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইসরায়েলের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আইডিএফ বলেছে, ইরানের সর্বশেষ এসব ক্ষেপণাস্ত্র হামলায় আরও কয়েকটি স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেয়ার ঠিক পরপরই ওই বিবৃতিতে বাহিনীটি জানায়, ‘হোমফ্রন্ট কমান্ড সার্চ অ্যান্ড রেসকিউ টিমগুলোকে এসব ক্ষতিগ্রস্ত স্থানে পাঠানো হয়েছে’।
আর দমকল বাহিনী জানিয়েছে, ভূমধ্যসাগর উপকূলবর্তী একটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা উপকূলবর্তী সেখানে যাচ্ছেন।
ইসরায়েলের জরুরি সেবা সংস্থা, মাগেন ডেভিড আদম (এমডিএ) প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের দল উপকূলীয় শহর হাইফাতে মোতায়েন রয়েছে এবং সেখানে কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। একটি আবাসিক ভবনের সামনের অংশও বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেছে।
এমডিএ জানিয়েছে, উত্তর ইসরায়েলের অন্য একটি শহরেও একটি ভবন ও যানবাহন ক্ষেপণাস্ত্র হামলায় পুড়ে গেছে। সেখান থেকে ৭২ বছর বয়সী একজন নারীসহ আহত সাতজনকে হাসপাতালে নিয়ে গেছেন তারা।
আগের দিন রোববারও (১৫ জুন) দিনভর যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, সেগুলোরও লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের বিভিন্ন শহরের আবাসিক এলাকা। এর মধ্যে রয়েছে বন্দরনগরী হাইফা, রাজধানী তেলআবিব এবং আশেপাশের শহরগুলো।
দুদিনই হামলাকালে ইসরায়েলি কিছু ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবিও করেছেন ইরানের কর্মকর্তারা।
অন্যদিকে ইরানের শাসনব্যবস্থাকেই নিশানা করলেও আবাসিক এলাকাতে আঘাত হানছে ইসরায়েলও।
ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে এসব হামলার খবর দিয়েছে ইসরায়েলের বার্তা সংস্থা তাসনিম। নিউজ এজেন্সিটির খবরে বলা হয়েছে, ইরাক সীমান্তের কাছে ইলম প্রদেশের মুসিয়ান পৌর এলাকার দমকল বাহিনীর একটি ভবনে ইসরায়েল ‘নৃশংসভাবে হামলা’ চালিয়েছে।
আর আইডিএফ জানিয়েছে, ইরানের ওপর সর্বশেষ হামলায় তেহরানের কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে জানিয়েছেন, গত ৬৫ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় দেশটিতে ২২৪ জন নিহত হয়েছেন এবং এক হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এবং ৯০ শতাংশের বেশি হতাহত বেসামরিক নাগরিক।
আর ইসরায়েলে ২৪ জন নিহত ও আহত আরও প্রায় ৩০০ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে আইডিএফ। বাহিনীটি জনগণকে সতর্ক করে দিয়েছে, যেন কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার স্থান বা ভিডিও শেয়ার না করেন। কারণ, শত্রুবাহিনী এই তথ্য ব্যবহার করে ভবিষ্যতের হামলা আরও কার্যকর করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে