Views Bangladesh Logo

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষে নিহত বেড়ে ১২

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। সাম্প্রতিক সংঘর্ষে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় ও সামরিক সূত্র।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে বিতর্কিত পূর্ব সীমান্তের মোয়ান থম মন্দির সংলগ্ন এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় দেশের সেনাবাহিনী সরাসরি জড়িত ছিল। বিবিসি

থাই সামরিক সূত্র জানায়, সিসাকেত প্রদেশের কান্থারালাক জেলার বান ফু এলাকায় একটি গ্যাস স্টেশনের কাছে গোলাগুলিতে ৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ২ জন আহত হন। সুরিন প্রদেশের কাপ চুয়েং জেলার বান চোরোক এলাকায় প্রাণ হারান আরও ২ জন, যাদের একজন মাত্র ৮ বছর বয়সী শিশু। সেখানে আহত হন আরও ২ জন।

উবন রাতচাথানি প্রদেশের নাম ইউয়েন জেলায় ১ জন নিহত ও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বুড়িরাম প্রদেশের বান ক্রুয়াদ এলাকায়ও একজন আহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং গবাদিপশু হতাহত হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তাদের সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে, কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুন মানেত এই ঘটনাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট আসিম ইফতিখার আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি থাইল্যান্ডের হামলাকে ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি’ হিসেবে উল্লেখ করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।

কম্বোডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, বিনা উসকানিতে ও পূর্বপরিকল্পিতভাবে থাই সেনাবাহিনী তাদের সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে। তারা থাইল্যান্ডকে আগ্রাসন বন্ধের পাশাপাশি উত্তেজক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ