থাইল্যান্ডে বন্যায় মৃত বেড়ে ৭
থাইল্যান্ডে মৌসুমি ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত দুই লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চলমান।
প্রথমে বন্যায় থাইল্যান্ডের মধ্যাঞ্চলে চারজনের মৃত্যুর খবর জানানো হলেও শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানায়, মৃত বেড়ে সাতজন হয়েছে।
গত কয়েকদিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে থাইল্যান্ডের চাও ফ্রায়া নদী তীরবর্তী একাধিক প্রদেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আয়ুথায়া প্রদেশ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। এটি ছিল তার দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর। স্থানীয় প্রশাসনকে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ, বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণ এবং ভূমিধসপ্রবণ এলাকা পর্যবেক্ষণের নির্দেশ দেন তিনি।
স্থানীয়দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের পূর্ণাঙ্গ দল কাজ করছে এবং আপনাদের প্রয়োজন মেটানোর পরিকল্পনা করছি’।
থাইল্যান্ডে এবার আঘাত হানেনি ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘বুয়ালয়’। এর পরও দেশটির আবহাওয়া বিভাগ আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত থাইল্যান্ডে নিয়মিত ভারী বৃষ্টিপাত হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে চরম আবহাওয়া আরও তীব্র ও অনিশ্চিত হয়ে উঠেছে।
গত মাসে উত্তর থাইল্যান্ডে টাইফুন কাজিকির প্রভাবে ভূমিধস ও বন্যায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হন। এর আগে ২০১১ সালে দেশজুড়ে ব্যাপক বন্যায় থাইল্যান্ডে ৫০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে