সুইজারল্যান্ডে নববর্ষ উদ্যাপনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানায় একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদ্যাপন চলাকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (জিএমটি সাড়ে ১২টা) ক্রানস-মন্টানার ‘লা কনস্টেলেশন’ নামের স্কি রিসোর্টটির বারে এ বিস্ফোরণ ঘটে। সে সময় বারে নববর্ষ উদ্যাপনে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। বিস্ফোরণের পরপরই বারে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শুরুতে পুলিশ হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে পুলিশের একজন মুখপাত্র বলেন, বিস্ফোরণের সময় বারের ভেতরে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বিয়াট্রিস পিলাউড জানান, ঘটনাটিকে এখন অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি কোনো হামলা ছিল না। তিনি বলেন, প্রাথমিক হিসাবে প্রায় ১০০ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশের অবস্থা গুরুতর। এছাড়া বেশ কয়েকজন নিহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
আহতদের সিয়ন, লসান, জেনেভা ও জুরিখের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যালাইস ক্যান্টনের নিরাপত্তাপ্রধান স্টেফান গ্যানজার জানান, নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। ক্যান্টনের পুলিশপ্রধান ফ্রেডরিক গিসলার বলেন, হতাহতদের স্বজনদের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়েছে।
যদিও সুইজারল্যান্ড পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে তাদের বরাতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা প্রায় ৪০ জন।
ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকার আকাশপথে উড়োজাহাজ চলাচলও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে