প্রবাসী ভোটারদের ব্যালট পাঠানোর শেষ সময় ২৫ জানুয়ারি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৎপরতা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রবাসীদের পাঠানো ভোট যেন সময়মতো গণনা প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য আগামী ২৫ জানুয়ারির (রোববার) মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক ভিউজ বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। সময়সীমা মানার বাধ্যবাধকতার বিষয়ে ইসি জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে প্রবাসীদের এই সময়সীমা কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। মূলত ভৌগোলিক দূরত্ব এবং ডাক বিভাগের গতির কথা বিবেচনা করেই এই আগাম ডেডলাইন নির্ধারণ করা হয়েছে।
বুধবার প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রধান বিষয়গুলো হচ্ছে; আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভোটদান সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে ব্যালট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর ব্যালট পাঠালে তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে দেরি হতে পারে। এর ফলে সময়মতো ব্যালট না পৌঁছালে তা আইনত গণনায় অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
নির্বিঘ্ন ভোট গণনার প্রস্তুতি প্রসঙ্গে কমিশন বলছে, প্রবাসী ভোটারদের সুবিধার্থে এবং ভোট গণনা প্রক্রিয়া কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পন্ন করতে এই আগাম সতর্কতা। প্রবাসীদের প্রতিটি ভোট যেন মূল্যবান হিসেবে গণ্য হয়, তা নিশ্চিত করতেই কমিশন এই সময়সীমা বেঁধে দিয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে দ্রুততম সময়ে ব্যালট পৌঁছানোর জন্য প্রবাসীদের দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে