Views Bangladesh Logo

পাকিস্তানে ডনের সাংবাদিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

পাকিস্তানের করাচির সাংঘার জেলায় একটি গাড়ির ভেতর থেকে ডন নিউজের সাংবাদিক খাওয়ার হুসেনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলুচ এই সাংবাদিকের মৃত্যুর কারণ চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দায়িত্ব দিয়েছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী।

খাওয়ার হুসেন পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন নিউজের করাচি সংবাদদাতার দায়িত্ব পালন করছিলেন। একটি বেসরকারি সংবাদ চ্যানেলেও যুক্ত ছিলেন তরুণ এই সাংবাদিক।

শনিবার (১৬ আগস্ট) খাওয়ারের মরদেহ হায়দ্রাবাদ রোডে তার পৈত্রিক বাড়ির কাছে একটি রেস্তোরাঁর বাইরে পার্ক করা গাড়িটিতে পাওয়া যায়। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ এলাকাটি সিল করে তদন্ত চালাচ্ছে।

সাংঘারের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) আবিদ বেলুচ সাংবাদিকদের জানান, খাওয়ারের মাথায় গুলির চিহ্ন ছিল। আর একটি পিস্তল ছিল তার হাতে। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

মৃত্যুর কারণ নিয়ে ধারণার ভিত্তিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, করাচিতে বসবাসকারী খাওয়ার হুসেন নিজেকে গুলি করেছেন। তবে তিনি বলেন, ‘এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ নেই। আমরা তদন্ত ও প্রমাণ সংগ্রহ করছি এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা নির্ধারণে কাজ করছি’।

এটি আত্মহত্যা কি না বা মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের রিপোর্টের পরেই জানা যাবে বলেও জানান এসএসপি আবিদ বেলুচ।

নিহত ওই সাংবাদিক প্রায় দশ বছর ধরে করাচিতে কর্মরত ছিলেন এবং তার কর্মজীবনে বিভিন্ন মিডিয়া সংস্থার সঙ্গে কাজ করেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। পিপিপি সিন্ধুতে প্রাদেশিক সরকার পরিচালনা করে।

মিডিয়া অধিকার গোষ্ঠী ফ্রিডম নেটওয়ার্ক জানায়, সিন্ধুতে ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে ১৮৪টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা এই অঞ্চলে সংবাদপত্রের স্বাধীনতার বিরুদ্ধে চলমান হুমকির কথা তুলে ধরে। খাওয়ার হুসেনের মৃত্যু পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে বলেও মনে করে সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ