‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পেলেন ডেভিড স্যালাই
সাহিত্যে ২০২৫ সালের বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড স্যালাই। সোমবার লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।
দ্য গার্ডিয়ান জানায়, স্যালাই তার উপন্যাস ‘ফ্লেশ’–এর জন্য সাহিত্য জগতের এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। বিচারকদের ভাষায়, এটি ‘অসাধারণ’ এবং ‘অন্যরকম ব্যতিক্রমী’ একটি সৃষ্টি।
৫১ বছর বয়সী স্যালাইয়ের এটি ষষ্ঠ উপন্যাস, যা ২০২৫ সালের এপ্রিলে প্রকাশিত হয়। ‘ফ্লেশ’–এ বর্ণিত হয়েছে ইস্তভান নামের এক চিত্তাকর্ষক, রহস্যময় ও আবেগপ্রবণ বিচ্ছিন্ন ব্যক্তির গল্প—যিনি হাঙ্গেরির এক সাধারণ হাউজিং এস্টেট থেকে শুরু করে লন্ডনের অতি ধনীদের জগৎ পর্যন্ত নিজের জীবনের নানা ধাপ অতিক্রম করেন।
বিচারক প্যানেলের সভাপতি ও আইরিশ ঔপন্যাসিক রডি ডয়েল বলেন, ‘এমন উপন্যাস আগে কখনো পড়িনি। এটি পড়া ছিল এক নিখাদ আনন্দ।’ উল্লেখ্য, রডি ডয়েল নিজেও ১৯৯৩ সালে ‘প্যাডি ক্লার্ক হা হা হা’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার পেয়েছিলেন।
পুরস্কার হিসেবে ডেভিড স্যালাই পেয়েছেন ৫০ হাজার পাউন্ড (প্রায় ৬৫ হাজার ৮৬৪ ডলার)। এর আগে ২০১৬ সালে তার ‘অল দ্যাট ম্যান ইজ’ উপন্যাসটি বুকার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল।
পুরস্কার জয়ের পর স্যালাই বলেন, ‘আমি হতবাক। এখনো পুরোটা উপলব্ধি করতে পারছি না—এটা বোঝার জন্য কিছুটা সময় লাগবে।’
বুকার পুরস্কার ইংরেজি ভাষার সাহিত্যে সর্বোচ্চ মর্যাদার পুরস্কারগুলোর একটি। যুক্তরাজ্যে প্রকাশিত ইংরেজি ভাষার সেরা উপন্যাসের লেখককে এটি দেয়া হয়। ১৯৬৯ সাল থেকে দেয়া এই পুরস্কারটি পূর্বে পেয়েছেন সালমান রুশদি (মিডনাইটস চিলড্রেন), কাজুও ইশিগুরো (দ্য রিমেইনস অব দ্য ডে), অরুন্ধতী রায় (দ্য গড অব স্মল থিংস), নাদিন গর্ডিমার (দ্য কনজারভেশনিস্ট), ডগলাস স্টুয়ার্ট (শুগি বেইন) এবং সামান্থা হার্ভে (অরবিটাল)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে