সাইবার হামলার শিকার ইউরোপের বিমানবন্দরগুলো, শতাধিক ফ্লাইট বাতিল
ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোতে চেক-ইন এবং বোর্ডিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওয়েবসাইট সাইবার হাম চালানো হয়েছে। এর ফলে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস এবং বার্লিনসহ বেশ কয়েকটি বিমানবন্দরের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, একটি ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে তারা পরিষেবা দিতে পারছে না। এই সমস্যা সমাধানে সময় লাগবে।
বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারপোর্ট এবং এয়ারলাইন্সকে পরিষেবা দেয় কলিন্স অ্যারোস্পেস, যার মধ্যে ইউরোপের অধিকাংশ এয়ারলাইন্সই তাদের ওপর নির্ভরশীল। সাইবার হামলার কারণে চেক-ইন এবং বোর্ডিং ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় বিমান সংস্থাগুলো ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।
ইতিমধ্যে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস এবং বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে টেক্সট মেসেজের মাধ্যমে ফ্লাইট বাতিলের খবর জানিয়েছে।
তবে ইউরোপের সব প্রধান বিমানবন্দর এই হামলার শিকার হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ এবং জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাসেলস বিমানবন্দরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত যাত্রীদেরকে ম্যানুয়াল পদ্ধতিতে পরিষেবা দেয়া হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে