কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল
সাম্প্রতিক জেন-জি আন্দোলন ও সরকারি সংকটকালে জারি করা কারফিউ তুলে নিয়েছে নেপাল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে সুশীলা কার্কিকে শপথ গ্রহণ করানোর পর কর্তৃপক্ষ সব কারফিউ ও বিধিনিষেধ প্রত্যাহার করেছে।
নেপালি সেনাবাহিনী প্রথমে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি রেখেছিল। তবে বিধিনিষেধ তুলে নেওয়ার পর গণপরিবহন আবার চালু হয়েছে এবং দীর্ঘপথগামী বাসগুলো রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রা শুরু করেছে।
শুক্রবার সন্ধ্যায় গঙ্গাবু বাসপার্ক থেকে বেশ কিছু যানবাহন ছাড়ে, যা কাঠমান্ডু উপত্যকাজুড়ে যান চলাচল ও পথচারীদের স্বাভাবিক কার্যক্রমে ফেরার একটি লক্ষণীয় দৃশ্য তৈরি করে।
শুক্রবার রাতে শীতলনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সুশীলা কার্কিকে শপথবাক্য পাঠ করান। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা ও সরকারি দুর্নীতির প্রতিবাদে শুরু হওয়া জেন জেড আন্দোলন সংসদ ভেঙে দেওয়ার এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে রাস্তায় নামে, যা শেষ পর্যন্ত পূর্ববর্তী প্রশাসনের পতনের দিকে নিয়ে যায়।
নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে কার্কির নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো আগামী ছয় মাসের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে