Views Bangladesh Logo

মুঘল শাসকের সমাধি অপসারণ ইস্যুতে সহিংসতায় ভারতের নাগপুরে কারফিউ জারি

মুঘল শাসকের সমাধি অপসারণের দাবিতে সংঘর্ষের জেরে ভারতের নাগপুর শহরের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৮ মার্চ) একটি হিন্দু গোষ্ঠীর ১৭শ শতাব্দীর মুঘল শাসকের সমাধি অপসারণের দাবিতে সংঘর্ষের ঘটনায় এক ডজনেরও বেশি পুলিশ কর্মকর্তা আহত হওয়ার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য জানায় তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে বলেন, সোমবার মধ্য ভারতের এই শহরে সংঘটিত সহিংসতায় অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

একটি ভিডিও বার্তায় এই সহিংসতার সমালোচনা করে আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

তিনি আরও বলেন, ‘আমি পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে বলেছি।’

এক বিবৃতিতে পুলিশ জানায়, বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা সম্রাট আওরঙ্গজেবের একটি কুশপুত্তলিকা ও তার সমাধি পুড়িয়ে ফেলে এবং নিকটবর্তী আওরঙ্গাবাদ শহর থেকে এটি অপসারণের দাবিতে স্লোগান দেয়।

ওই পুলিশ কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, সেই সময় মুসলিম গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য একটি পুলিশ স্টেশনের কাছে মিছিল করে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার পর পরিস্থিতি আরও খারাপ হয়।

এলাকার এক বাসিন্দার বরাত দিয়ে এএনআই নিউজ এজেন্সি জানায়, মুখোশ পরিহিত হামলাকারীরা ধারালো অস্ত্র ও বোতল বহন করছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ