Views Bangladesh Logo

জাবিতে ছাত্র হলে ছাত্রীর সিট বরাদ্দ, তীব্র সমালোচনা

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী রোববার (২১ সেপ্টেম্বর)। ইতোমধ্যেই ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং আবাসিক হল বণ্টন সম্পন্ন হয়েছে। তবে ১০ নম্বর ছাত্র হল কর্তৃপক্ষের প্রকাশিত এক তালিকা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

তালিকায় দেখা যায়, ১৩৮ নম্বর কক্ষে তিনজন ছাত্রের সঙ্গে জুবাইদা নহরি যুথী নামে এক ছাত্রীকেও বরাদ্দ দেখানো হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে হাস্যরস আর সমালোচনার ঝড় ওঠে।

তালিকার ছবি শেয়ার করে নাহিদ হাসান নিপু নামে একজন লিখেছেন, এ আবার কেমন অ্যালোটমেন্ট?” মন্তব্যের ঘরে নাহিদুল ইসলাম যোগ করেন, “শরীফা থেকে শরীফ-এর কাতারে ফেলে দিলো ভার্সিটি কর্তৃপক্ষ!

বিদ্রূপ করে সাইফুর রহমান সাইফ লেখেন, উনি যে ছাত্রী, কেমনে বুঝলেন? নাম কি কারো জন্য বরাদ্দ? বৈষম্য করেন কেন? এমনও হতে পারে, সে মনে মনে নিজেকে ছেলে ভাবে!

তবে বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে—জুবাইদা নহরি যুথীর জন্য আসলে বরাদ্দ দেয়া হয়েছে বেগম খালেদা জিয়া হল।

এ বিষয়ে জানতে চাইলে ১০ নম্বর ছাত্র হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব বলেন, এটা করণিক ভুল হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় কোনো ত্রুটি নেই। রুম বণ্টনের ক্ষেত্রে হল প্রশাসনের প্রকাশিত তালিকাতেই অসঙ্গতি ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ