Views Bangladesh Logo

ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সি.পি. রাধাকৃষ্ণান

ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী চন্দ্রপুরা পন্নুস্বামী রাধাকৃষ্ণান দেশটির ১৫তম উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবারের ভোটে তিনি বিরোধী জোটের প্রার্থী ও সাবেক সুপ্রিম কোর্টের বিচারপতি বি. সুদর্শণ রেড্ডিকে পরাজিত করেছেন। জয়ের ব্যবধান প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় বিরোধী শিবিরে ক্রস-ভোটিং হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দেন ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। বর্তমানে দুই কক্ষের সদস্যসংখ্যা ৭৮১। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৭৬৭ জন। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে শাসক এনডিএর শরিকদের সদস্যসংখ্যা ৪২৫।

শাসক জোটের প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল অন্ধ্র প্রদেশের ওয়াইএস আর কংগ্রেস। তাদের মোট সদস্য ১১ জন। আম আদমি পার্টির রাজ্যসভা সদস্য স্বাতী মালিওয়ালও অনেক দিন ধরে বিজেপিকে সমর্থন করে চলেছেন। শরিকদের পাশাপাশি এই ১২ জনের সমর্থন মিলে রাধাকৃষ্ণনের পক্ষে ৪৩৭টি ভোট পড়ার কথা ছিল। কিন্তু ফল বলছে, তিনি পেয়েছেন ৪৫২ জনের সমর্থন। অর্থাৎ, ১৫ ভোট বাড়তি।

বিরোধী জোটের পক্ষে ছিল মোট ৩১৫ জন। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়ে দেন, ইন্ডিয়া জোটের ৩১৫ জন সদস্যই ভোট দিয়েছেন। অথচ গণনা শেষে দেখা গেল, বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি ১৫টি ভোট কম পেয়েছেন। তিনি পেয়েছেন ৩০০ জনের সমর্থন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি.সি. মোদি জানান, ৬৭ বছর বয়সী রাধাকৃষ্ণান ৪৫২ ভোট পেয়েছেন, অন্যদিকে ৭৯ বছর বয়সী রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। ভোটের এই ফলাফল থেকে বোঝা যায় যে কমপক্ষে ১৫ জন বিরোধী দলের সদস্য এনডিএ প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। যদিও কংগ্রেস দাবি করেছিল, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে তাদের জোটের ৩১৫ জন সংসদ সদস্য ঐক্যবদ্ধ ছিলেন।

বিস্ময়করভাবে, বিরোধী জোটের ভোটের ঘাটতি ছিল ১৫টি, এবং ‘অবৈধ’ ঘোষিত ভোটের সংখ্যাও ছিল ১৫টি। সূত্রগুলো জানিয়েছে, অবৈধ ভোটগুলো বিরোধী দলের সদস্যদেরই ছিল, নাকি কিছু সংসদ সদস্য ভিন্ন দলের প্রার্থীকে ভোট দিয়েছেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এই নির্বাচনে ৯৮.২% ভোট পড়েছে, যেখানে ৭৬৭ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। এর মধ্যে ৭৫২টি ভোট বৈধ এবং ১৫টি ভোট অবৈধ বলে গণ্য হয়েছে। একজন সংসদ সদস্য ভোট দিতে রাজি না হওয়ায় তার পোস্টাল ব্যালট বাতিল করা হয়।

এই ভোটে অংশ নেননি ওড়িশার বিজু জনতা দল (বিজেডি), তেলেঙ্গানার ভারত রাষ্ট্র পার্টি (বিআরএস) ও পাঞ্জাবের শিরোমনি অকালি দলের (এসএডি) সংসদ সদস্যরা। তিন দলের মিলিত সদস্যসংখ্যা ১২। তিন দলই একটা সময় পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন জানিয়ে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ