ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই, ৬৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬,৮১৫
ভারতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। দেশজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৫ জন। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৫ জনে।
মঙ্গলবার (১০ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায়ই তিনজনের মৃত্যু ঘটেছে। এর আগের ৭২ ঘণ্টায় ছয়জনের মৃত্যু এবং নতুন করে কভিড-১৯ শনাক্ত হয়েছে ৭৬৯ জনের শরীরে। এর মধ্যে সোমবার (৯ জুন) একদিনেই আক্রান্ত হন ৩৫৮ জন। তবে মঙ্গলবার আক্রান্তের হার কিছুটা কমে নেমেছে ৩২৪ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও অনেকটাই বেশি। ওই সময়ে কভিড মুক্ত হয়েছেন ৭৮৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, জেএন১, এনবি.১.৮.১, এলএফ৭ এবং এক্সএফজিসহ ওমিক্রনের বেশ কিছু নতুন উপ-ভ্যারিয়েন্টের কারণেই সংক্রমণ বাড়ছে। এর মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা এবং গুজরাটেই এক্সএফজি ভ্যারিয়েন্টে আক্রান্ত ১৬৩ জন রোগীকে শনাক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অবশ্য বলেছেন, আশার কথা হচ্ছে, এবারের বেশিরভাগ সংক্রমণই মারাত্মক নয়। বাড়িতে চিকিৎসা করলেই সেরে উঠছেন রোগীরা।
মন্ত্রণালয়টির সর্বশেষ তথ্য অনুসারে, সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে কেরালা রাজ্যে। সেখানকার আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩ জন, যা দেশের প্রায় এক-তৃতীয়াংশ। রাজ্যটিতে করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে গত ২৪ ঘণ্টায় কর্নাটকে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, গোটা দেশের নিরিখে যা সর্বোচ্চ।
গুজরাটে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনসহ মোট এক হাজার ১০৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন, যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে নতুন করে ৪২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৮ জনে। এ পর্যন্ত মহারাষ্ট্রে ৬০৭ জন ও কর্নাটকে ৪২৩ জন কভিড রোগী শনাক্ত হয়েছেন।
পশ্চিমবঙ্গে নতুন করে ৭১ জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। এতে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জনে, যা কেরালা ও গুজরাটের পর দেশের তৃতীয় সর্বোচ্চ।
এই রাজ্যগুলোতে বেশি সতর্কতাসহ সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. সুনীতা শর্মার নেতৃত্বে দু’দিন বৈঠক করে রাজ্যগুলোকেও অক্সিজেন, আইসোলেশন বেড, প্রয়োজনীয় ওষুধ এবং ভেন্টিলেটর বেশি করে মজুদ রাখতে বলা হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও মিজোরামে করোনায় কোনো অসুস্থতা নেই বলেও জানিয়েছে কেন্দ্র। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে থাকার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে চলমান উদ্বেগ নিরসনে নানা উদ্যোগও নিয়েছেন তিনি।
সোমবার (৯ জুন) প্রশাসনিক ভবন নবান্নে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি বৈঠকের পর তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেন যে, কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
মমতা বলেন, ‘কোভিড শব্দটি শুনলেই মানুষ ভয় পায়। তবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষজ্ঞরাও বলছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার মতো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মেনে চলা জরুরি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে