ভারতে করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়াল, নতুন করে ৬ জনের মৃত্যু
ভারতে সক্রিয় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে।
বুধবার, ১১ জুন, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানা গেছে, দেশজুড়ে একদিনে ৩০৬ জন নতুন আক্রান্ত এবং ৬টি মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃতদের মধ্যে তিনজন কেরালার, দুইজন কর্ণাটকের এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা। নিহতদের মধ্যে একজন ৪৩ বছর বয়সী ব্যক্তি ছিলেন, যার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ছিল আর বাকি পাঁচজন আগে থেকে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।
সম্প্রতি ভারতে কোভিড-১৯ সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ সংক্রমণের জন্য এলএফ.৭, এক্সএফজি এবং জেন.১ ভ্যারিয়েন্টকে দায়ী করা হচ্ছে। এর পাশাপাশি নতুন একটি সাব-ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১ শনাক্ত করা হয়েছে।
তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্যাপক বুস্টার ডোজ ক্যাম্পেইন চালানোর বিরুদ্ধে মত দিয়েছেন। তারা বলছেন, বুস্টার ডোজ শুধুমাত্র বয়স্ক, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ব্যক্তিদের এবং গুরুতর অসুস্থ রোগীদের জন্য প্রয়োজন।
যেহেতু ভারতের জনসংখ্যার অধিকাংশ ইতোমধ্যে করোনার টিকা গ্রহণ করেছে। তাই বিশেষজ্জরা মনে করেন, তাৎক্ষণিক ব্যাপক টিকাদান কর্মসূচি চালানোর প্রয়োজন নেই। তবে তারা মাস্ক পরা, হাতের স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং ভিড় এড়ানোর মতো প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন।
সংক্রমণ বৃদ্ধির কারণে কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।
এছাড়া বিশেষজ্ঞরা কোভিড-১৯ এবং সাধারণ জ্বরের উপসর্গের পার্থক্য বুঝতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তারা বলছেন, প্রতিটি জ্বর, কাশি বা হাঁচি কোভিড-১৯ হিসেবে ধরে নেয়া উচিত নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে