সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে ৩৩০টি সম্পদ জব্দের নির্দেশ
ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাষ্ট্রসহ আট দেশে ৩৩০টি ফ্ল্যাট, বাড়ি ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের পৃথক আটটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার দুটি কোম্পানিতে বিনিয়োগও অবরুদ্ধ করা হয়েছে। এসব সম্পদের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি টাকা।
অবজেক্টিভ তথ্য অনুযায়ী, বিদেশে তার সম্পদ জব্দের দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম।
যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের ৪০টি ফ্ল্যাট ও বাড়ি জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ৩ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৯১১ মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৬ কোটি ১০ লাখ এক হাজার ১৪২ টাকা উল্লেখ করা হয়েছে (এক ডলার ১২২ টাকা)। এ ছাড়া জেডটিএস প্রোপার্টিস ও তানয়ীম প্রোপার্টিসে বিনিয়োগ অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে তানয়ীমে রয়েছে ১ কোটি ডলার বা ১২২ কোটি টাকা।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুটি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এসবের মূল্য ৩ কোটি ৮৪ লাখ ৮৮ হাজার ৫৯০ ফিলিপাইন পেসো—যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৬৯ লাখ টাকা ধরা হয়েছে (এক পেসো সমান দুই টাকা)।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৩টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ৩৫ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৫৬০ থাই বাথ—যা বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৩২৮ টাকা (এক বাথ সমান ৩ টাকা ৮০ পয়সা)।
ভিয়েতনামে ৩০টি অ্যাপার্টমেন্ট ও ৩টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। ৩০টি অ্যাপার্টমেন্টের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ৬৮৪ সিঙ্গাপুরিয়ান ডলার এবং ১৬ হাজার ৪২৩ কোটি ৬ লাখ ৯৩ হাজার ২৮৮ ভিয়েতনাম ডং। তিনটি ফ্ল্যাটের মূল্য ৬৮ লাখ ১১ হাজার ৭২৫ মার্কিন ডলার। এসব সম্পদের মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ৮৫ লাখ ৪৬ হাজার ৭৭১ টাকা।
মালয়েশিয়ায় ৪৭টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ১০ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ৫৩৩ মালয়েশিয়ান রিঙ্গিত—যা বাংলাদেশি মুদ্রায় ৩১৩ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৯৯০ টাকা ধরা হয়েছে (এক রিঙ্গিত সমান ৩০ টাকা)।
কম্বোডিয়ায় ১১৭টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য তিন কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫৭৭ মার্কিন ডলার—যা বাংলাদেশি মুদ্রায় ৪৩২ কোটি ৮৫ লাখ আট হাজার ৩৯৪ টাকা (এক ডলার সমান ১২২ টাকা)।
ভারতে থাকা নয়টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ৭ কোটি ১৪ লাখ ২১ হাজার ৫৫৬ ভারতীয় রুপি—যা বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ১০০ টাকা (এক রুপি সমান এক টাকা ৩৫ পয়সা)।
আরব আমিরাতে ৫৯টি বাড়ি ও ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এগুলোর মূল্য ২১ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ৬৯৫ দিরহাম—যা বাংলাদেশি মুদ্রায় ৬৯৮ কোটি ৯২ লাখ ৯০ হাজার ৯৩৫ টাকা হিসেবে উল্লেখ করা হয়েছে (এক দিরহাম সমান ৩৩ টাকা)।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এসব আবেদন করেন।
আবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ গড়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে মামলা হয়েছে এবং এসব বিষয়ে অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান।
অনুসন্ধান চলাকালে তার স্ত্রী রুকমিলা জামানের গাড়িচালক ইলিয়াস তালুকদারের বাড়ির প্রতিবেশী ওসমান তালুকদারের বাসা থেকে বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়। রাষ্ট্রীয় প্রয়োজনে এসব সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে