জাপা চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের অস্থায়ী আদেশ প্রত্যাহার
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয়েছে। মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মামলাটি প্রত্যাহার করে নেয়ায় ঢাকার একটি আদালত জি এম কাদেরের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহারের এই আদেশ দেন।
বুধবার তার আইনজীবী অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলম জানান, মামলার বাদী জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করায় আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর এক দিন আগে দলের অফিস সম্পাদক এমএ রাজ্জাক খান আদালতে আবেদন করেন এবং ঢাকার অতিরিক্ত যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস মামলা প্রত্যাহারের আদেশ দেন।
এর আগে গত ৩০ জুলাই অব্যাহতি পাওয়া দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ৯ জন সাবেক সিনিয়র নেতা মামলা করে জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা আনেন। তাদের অভিযোগ ছিল, ২০১৯ সালের জুলাইয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা এবং একই বছরের ডিসেম্বরে বেআইনি কাউন্সিলের মাধ্যমে নতুন গঠনতন্ত্র অনুমোদন দিয়ে তিনি দলীয় সংবিধান লঙ্ঘন করেছেন। এছাড়া কাদের ১০ জন সিনিয়র নেতাকে পদ থেকে সরিয়ে দিয়ে তাদের নাম দলীয় ওয়েবসাইট থেকেও মুছে ফেলেন বলে মামলায় উল্লেখ করা হয়। মামলাটি আনুষ্ঠানিকভাবে দায়ের হয় গত ১০ জুলাই।
মামলা প্রত্যাহারের ফলে জিএম কাদের আবারও দলের চেয়ারম্যান হিসেবে সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে