Views Bangladesh Logo

হাদি হত্যা মামলা: সিআইডিকে তদন্তের নির্দেশ

নকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্তের জন্য সিআইডিকে (CID) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে এই আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।

এর আগে মামলার তদন্ত ডিবি পুলিশ করছিল। তবে ডিবির তদন্তে সন্তুষ্ট না হওয়ায় বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আদালতে নারাজির আবেদন করেন। আদালত আদেশ অপেক্ষমাণ রাখার পর বিকালে মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়।

নারাজির শুনানিতে হাদির আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, চার্জশিটে মূল হত্যার পরিকল্পনাকারী ও শুটারদের সম্পর্ক উল্লেখ করা হয়নি। হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না; তাকে হত্যার জন্য বড় পরিকল্পনা ছিল। প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে যেন কেউ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। পুলিশের চার্জশিটে শুধু আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলের নাম উল্লেখ করা হয়েছে, যা হাস্যকর।

তিনি আরও বলেন, চার্জশিটে শুধু ফয়সালকে দেখানো হয়েছে। প্রকাশ্য দিবালোকে হত্যার পর কীভাবে নিরাপদে পালানো সম্ভব হলো, সেই প্রশ্নের কোনো উল্লেখ নেই। আমরা ন্যায় বিচারের স্বার্থে এই নারাজি দিয়েছি।

মামলার প্রাথমিক চার্জশিটে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। চার্জশিটের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ, এছাড়াও রয়েছে তার সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ স্নাল ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তারা পলাতক রয়েছেন।

বাকি ১১ আসামি কারাগারে আটক। তারা হলেন- ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ঘনিষ্ঠ সহযোগী মো. কবির, সিবিয়ন দিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম ওরফে রাজু এবং নরসিংদীতে অস্ত্রসহ আটক মো. ফয়সাল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ