দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান
বিএনপি সরকার গঠন করতে পারলে কঠোর হস্তে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে এবং দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, দেশের জনগণ পাশে থাকলে সাধারণ খেটে-খাওয়া মানুষ যেন নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি হতে দেওয়া হবে না।
তারেক বলেন, আমরা যতই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি না কেন, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুটি বিষয়ের ওপর কঠোর নজর দিতে হবে—একটি হলো মানুষের নিরাপত্তা, অন্যটি দুর্নীতি। এই দুই কারণে গত বছরগুলোতে দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
বিএনপির অতীত শাসনামলে এই দুই খাতে সাফল্য ছিল উল্লেখ করে তিনি বলেন, মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য ও চাকরি-বাকরি করতে পারে—এটাই আমাদের অগ্রাধিকার। নিরাপত্তা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, অপরাধীর পরিচয় যাই হোক না কেন, আইনের চোখে সে অপরাধীই। দুর্নীতি যে-ই করুক, তার বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে। আজ লাখ লাখ মানুষের সামনে আমি স্পষ্ট করে বলতে চাই—যে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ করলে বা দুর্নীতির মাধ্যমে আমাদের পরিকল্পনা বাধাগ্রস্ত করলে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে জনসভায় সঞ্চালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে