Views Bangladesh Logo

১১ দলীয় জোটে হোঁচট, থাকছে না ইসলামী আন্দোলন

সন সমঝোতা নিয়ে দীর্ঘ নাটকীয়তার পর ১১ দলীয় জোটে ভাঙনের সুর স্পষ্ট হয়ে উঠেছে। যেকোনো সময় জোট ছাড়ার ঘোষণা দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ—এমন আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

বুধবার (১৪ জানুয়ারি) দিনভর বৈঠকের পরও জোটে থাকার বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান জানাতে পারেনি ইসলামী আন্দোলন। এরই মধ্যে বুধবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালোভাবে জোট ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ১১ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনার খুব কাছাকাছি আছি—এটা ধরে নেওয়া যায়। আমরা কোন পথে হাঁটব, তা আজ দুপুরের দিকে স্পষ্ট করা হবে। একটি সংবাদ সম্মেলনের সময় ঠিক করা হবে, সেখানেই দলের অবস্থান জানানো হবে। আমাদের আমির ও নায়েবে আমির দুজনই ঢাকায় আছেন।

ইসলামী আন্দোলন নতুন কোনো জোট গঠনের দিকে যাচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। গুঞ্জন ও আলোচনা রয়েছে। বিভিন্ন প্রস্তাব আমাদের কাছে আসছে, তবে চূড়ান্ত কিছু নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তরের এক নেতা বলেন, শেষ পর্যন্ত এই জোটে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ঐক্য ও দেশের স্বার্থে কিছু সিনিয়র নেতা জোটে থাকতে চেয়েছিলেন। কিন্তু এখন সমঝোতার জায়গা আর দেখা যাচ্ছে না। আজকের বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হলেও সেখানে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি অংশ নেননি।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুর কাদের।

বৈঠকে না থাকার বিষয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বলেন, আজকের বৈঠকে আমাদের কোনো প্রতিনিধি নেই। তবে সমঝোতার বিষয়ে আলোচনা চলমান রয়েছে। জোটে থাকা না থাকার বিষয়টি পরে জানানো হবে।

এর আগে বুধবার ইসলামী আন্দোলনের মুখপাত্র ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আসন সমঝোতার ক্ষেত্রে কিছু সংকট রয়েছে, তা অস্বীকার করা যায় না। কারও চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত ইসলামী আন্দোলন কখনো মেনে নেয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ