Views Bangladesh Logo

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফাঁড়ির ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শফিকুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মৌটুপী গ্রামে। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

যাত্রাবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যা ও হতাশা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন।

পুলিশ আরও জানায়, ঘটনার আগের রাতে শফিকুল ইসলাম তার বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদেবার্তা পাঠান। সেখানে লেখা ছিল, ‘আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।’ এরপর মেয়ে একাধিকবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাকে চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদের কারণেই এই ঘটনা ঘটতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ