Views Bangladesh Logo

বাংলাদেশের কয়লা-গ্যাস দখলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

বাংলাদেশের অবশিষ্ট কয়লা ও গ্যাস সম্পদ দখলে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আমদানি করা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি একসময় ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করেছিল। তবে ফ্যাসিবাদী শাসনামলে ওই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে, যা স্পষ্টভাবে দেশবিরোধী উদ্যোগ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই এমন দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। সে কারণেই তাকে রাজনৈতিকভাবে দমন করতে কারাবন্দী করা হয়েছে। রিজভী অভিযোগ করে বলেন কারাগারে তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।

আলোকচিত্র প্রদর্শনীটির আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম, ঢাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ